বিয়ের পর প্রায় আড়াই মাস কেটে গিয়েছে কিন্তু অতিমারীর জেরে থমকে ছিল হানিমুন। পরিস্থিতি স্বাভাবিক হতেই দার্জিলিং পাড়ি দিলেন সেলেব দম্পতি। হিমেল শীতে পাহাড়ের কোলে নিরিবিলিতে সারছেন মধুচন্দ্রিমা!সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই সেই ছবিও। পরণে গোলাপি জ্যাকেট, পনি করা চুল; একপাশে বাবা আর অন্যদিকে স্বামীকে নিয়ে ফটোশ্যুট করলেন মানালি।